চীন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

চীন সম্পর্কিত সাধারণ জ্ঞান

চীন সম্পর্কিত সাধারণ জ্ঞান
চীন সম্পর্কিত সাধারণ জ্ঞান 

চীন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

★রেশমের জন্মভূমি'/'সিল্কের জনন্মভূমি' বলা হয়- চীনকে

★জনসংখ্যায় চীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ।


★আয়তনে চীন বিশ্বের- ৪র্থ বৃহত্তম দেশ।


★চীনের প্রথম রাজবংশের নাম কী?- শিয়া রাজবংশ


★চীনের সর্বশেষ রাজবংশের নাম কী?- ছিং রাজবংশ


★চীনের প্রথম রাজা/সম্রাটের নাম কী ছিল?- কিন শি হুয়াং


★চীনের সর্বশেষ রাজা/সম্রাটের নাম কী ছিল?- সম্রাট লুই 


★চীনের রাজাদের কী বলা হত?- Son of God


★কত সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়?- ১৯১২ 


★সালে কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন?- সান ইয়াৎ সেন


★কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৪৯ সালে


★চীনে 'কমিউনিস্ট বিপ্লব' সংঘটিত হয় কবে?-১৯৪৯ সালে


★চীনের 'কমিউনিস্ট বিপ্লব'-এর নেতৃত্ব দেন কে?- মাও সে তুং


★বর্তমান ক্ষমতাসীন 'চীনা কমিউনিস্ট পার্টি' কত সালে


★চীনের ক্ষমতাগ্রহণ করে?- ১৯৪৯ সালে


★বিশ্বের দ্বিতীয় ও চীনের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কী?- চীনা কমিউনিস্ট পার্টি [বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল 'ভারতীয় জনতা পার্টি' (বিজেপি)। আগে ছিল চীনা কমিউনিস্ট পার্টি ।।


★চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে- ১৯২১ সালের


★ ২৩ জুলাই 'Shanghai French Concession'-এ। (মনে রাখুন সহজে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মাও সেতুং ও জু এনলাই এর নেতৃত্বে।।


★'সাংস্কৃতিক বিপ্লব' কোথায় সংঘটিত হয়?- চীনে


★চীনে কত সালে 'সাংস্কৃতিক বিপ্লব' সংঘটিত হয়?- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।


★চীনের মুদ্রার নাম কী?- ইউয়ান।


★দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?- চীনের তিব্বত প্রদেশের


★কনফুসিয়াস কে ছিলেন?- চীনা দার্শনিক


★'ফালুন গং' কী?- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন


★'উইঘর' কী?- চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে।


★বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল?- চীনে


★'একদেশে দুই নীতি' চালু হয় কোথায়?- চীনে


★চীনে 'একদেশে দুই নীতি' চালু হয় কবে?- ১৯৯৭ সালে


★ হংকং কবে চীনের সঙ্গে একত্র হয়?- ১৯৯৭ সালে


★পর্তুগাল কবে 'ম্যাকাও দ্বীপ' চীনের নিকট হস্তান্তর করে?- ১৯৯৯ সালে


★'ম্যাকাও দ্বীপ' কার অধীনে ছিল?- পর্তুগালের


★এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ


★এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ


★'গ্রেট হল' কোথায় অবস্থিত?- চীনে


★'বার্ড নেস্ট' স্টেডিয়াম যে দেশে অবস্থিত- চীন


★'তিয়েন আনমেন স্কয়ার' কোথায় অবস্থিত?- চীনের বেইজিংয়ে


★বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?- চীন


★কোন দুটি দেশের মধ্যে 'আফিম যুদ্ধ' সংঘটিত হয়েছিল?- চীন ও ইংল্যান্ড


★চীনের 'গ্রেটওয়াল' বা 'মহাপ্রাচীর' নির্মিত হয় কবে?-খ্রিস্টপূর্ব ২২০-২০৬ সনে [সূত্র: দৈনিক ইনকিলাব; বাংলা ট্রিবিউন; ২৪মার্চ, ২০২০]


★চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?- ২১,১৯৬ কি.মি. এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার [সূত্র: দৈনিক ইনকিলাব, বাংলা ট্রিবিউন; ২৪ মার্চ, ২০২০। দৈনিক প্রথম আলো; ২২ মে ২০১৮]


★চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে?- 

উত্তর সীমান্তে মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।


★বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 'স্মার্ট ট্রেন' চালু করে? - চীন


★চীনের গৃহযুদ্ধের সময়কাল কত?- ১৯২৭-১৯৫০ সাল পর্যন্ত


★ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল?- ১৯৬২ সালে।


★বিশ্বের কোন দেশে প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়?- চীন


★কে প্রথম আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করেন?- চীনের হান বংশের রাজা গাওজু।


★কত সালে আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান শুরু হয়?- খ্রিস্টপূর্ব ২০৭ অব্দে রাজা গাওজু প্রশাসনিক কাজে রাজাকে সাহায্য করার জন্য তিনি পরীক্ষার মাধ্যমে রাজকর্মকর্তা নিয়োগ দেন। প্রতিবছর ২৩ জুন 'আন্তর্জাতিক সিভিল সার্ভিস ডে' হিসেবে পালিত হয়।


আরও জানুন:


সংখ্যা পদ্ধতি সৃজনশীল প্রশ্ন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url