ভারত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান


ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান
ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান 

ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান


★জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?- ভারত।


★আয়তনে বিশ্বের ভারতের অবস্থান কত?- ৭ম।


★বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?- ভারত।


★ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৫০ সালে


★ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি?- ২৮টি। [নোটঃ ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের আইনসভায় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে "জম্মু-কাশ্মীর" স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা হারায় এবং ২০১৯ সালের ১ নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ফলে ভারতের বর্তমান অঙ্গরাজ্য দাঁড়ায় ২৮টিতে এবং 'জম্মু-কাশ্মীর' ও 'লাদাখ' নামে পৃথক নতুন ২টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়ালো ৯টিতে।)


★ভারতের সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কী?- তেলেঙ্গানা রাজ্য 


★ভারতের আইন সভার উচ্চকক্ষের নাম কী?- রাজ্যসভা 


★ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম কী?- লোকসভা


★ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত?- ৫৪৫ টি


★ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?- ৫৪৩ টি আসনে (বাকি ২ টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত)


★ভারতের পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কয়টি?- ৪২টি। 


★দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয়- দ্রাবিড় নামে 


★মাদার তেরেসা কবে ভারতে 'মিশনারিজ অব চ্যারিটি' প্রতিষ্ঠা করেন?- ১৯৫০ সালে


★মাদার তেরেসার জন্ম কোথায়?- আলবেনিয়া


★ভারত প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?- ১৯৭৪ সালে


★'আকালী দল' কী?- ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দল।


★ঐতিহাসিক 'বাবরি মসজিদ' ভারতের কোন রাজ্যে অবস্থিত?- উত্তর প্রদেশ রাজ্যে (এটি উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত)


★ভারতের মৌলবাদী শিখরা কবে ঐতিহাসিক 'বাবরি মসজিদ' ভেঙ্গে ফেলে?- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর


★ভারতের অযোদ্ধায় বাবরি মসজিদের স্থানে নতুন করে 'রামমন্দির' স্থাপনের উদ্বোধন করা হয় কবে?- ৫ আগস্ট, ২০২০ (নরেন্দ্র মোদি কর্তৃক)


★ঐতিহাসিক 'নাথুলা পাস' কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ?- ভারত ও চীন


★'কালাপানি' কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?-ভারত ও নেপাল।


★বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?- ভারতে (২২২৬ টি)


★যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান- কল্যাণ অর্থনীতি


★পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?- ভারতের; ৩৯৫টি অনুচ্ছেদ। (কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান- যুক্তরাষ্ট্রের) 


★'বেফোর্স কেলেংকারী'-এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত?- রাজিব গান্ধী


★ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?- রাজেন্দ্র প্রসাদ 


★ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?- জওহরলাল নেহেরু


★ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রীর নাম কী?- সরদার বল্লভভাই প্যাটেল (নোট: তাঁকে 'ভারতের লৌহমানব' বলা হয়)


★ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?- জাকির হোসেন


★এ.পি.জে আবদুল কালাম ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন?- ১১ তম


★এ.পি.জে আবদুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?- ২০০২-২০০৭ সাল


★ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?- রাইসিনা হিল (কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম- আইওয়ান-ই-সদর)


★ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?- ৭ নং লোক কল্যাণ মার্গ (পূর্বে ছিল- ৭ নং রেইসকোর্স রোড)।


★ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস (নোট: ভারতের তথা বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল 'ভারতীয় জনতা পার্টি'- বিজেপি]


★ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস।


★ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৮৮৫ সালে


★ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা কে?- অ্যালান অক্টোভিয়ান হিউম


★ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রথম সভাপতি কে ছিলেন?- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


★ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস


★স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?- ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত।


★ভারতের প্রজাতন্ত্র দিবস কবে?- ২৬ জানুয়ারি ভারতের সিভিল সার্ভিস দিবস কবে?- ২১ এপ্রিল ('বাংলাদেশ সিভিল সার্ভিস' দিবস ১ সেপ্টেম্বর এবং বাংলাদেশের 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস' ২৩ জুলাই)


★স্বাধীন ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়?- ১৯৫২ সালে।


★কাশ্মিরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়?- ১৯৪৭ সালে


★ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের উত্থান শুরু হয় কবে?- ১৯৮০ সালে।


★ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?- প্রতিভা পাতিল 


★ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- ইন্দিরা গান্ধী 


★ভারতের প্রথম নারী গভর্নরের নাম কী?- সরোজিনী নাইডু 


★'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' বলা হয় কাকে?- সরোজিনী নাইডুকে 


★ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কী?- মীরা কুমার 


★ভারতের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?- সুষমা স্বরাজ


★ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?- দ্রৌপদী মুর্মু


★ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের কত তম রাষ্ট্রপতি?- ১৫ তম


★ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতের কত তম প্রধানমন্ত্রী?- ১৫ তম


★ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?- দ্য কোয়ালিশন ইয়ারস: ১৯৯৬-২০১২


★'India Wins Freedom' গ্রন্থের লেখক কে?- আবুল কালাম আজাদ (মনে রাখুন এভাবে- আরবি 'আজাদ' শব্দের অর্থ মুক্তি, ইংরেজি 'Freedom' শব্দের অর্থও হলো মুক্তি। আজাদ ইন্ডিয়াকে 'Freedom' করেছে)


★'The Discovery of India' গ্রন্থের লেখক কে?- পণ্ডিত জওহরলাল নেহেরু (মনে রাখুন এভাবে- ইংরেজি 'Discover' শব্দের অর্থ আবিষ্কার। পণ্ডিত ইন্ডিয়াকে 'Discover' করেছে। পণ্ডিত না হলে কোনো কিছু আবিষ্কার করা যায় না।)


★'A Passage to India' গ্রন্থের লেখক কে?- ই.এম. ফরস্টার (E.M. Forster)


★বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কী?- 'Statue of Unity' বা 'সর্দার বল্লভভাই প্যাটেল' ভাস্কর্য; উচ্চতা: ১৮২ মিটার বা ৫৯৭ ফুট। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য 



★'Statue of Unity' কোথায় অবস্থিত?- ভারতের গুজরাট রাজ্যে।


★ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য 'স্ট্যাচু অব ইউনিটি' কার স্মরণে নির্মিত?- সরদার বল্লভভাই প্যাটেল


★বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য 'Statue of Unity' স্থপতি- রাম ভাজি সুতার।


★বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত?- ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। (উদ্বোধন: ২৪ ফেব্রুয়ারি, ২০২০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি উদ্বোধন করেন।)


★বিশ্বের ক্রিকেট বৃহত্তম স্টেডিয়ামের নাম কী?- সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। (৬৩টি একর জমির উপর নির্মিত) বিশ্বের বৃহত্তম ক্রিকেট বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত?- ১ লাখ ১০ হাজার।


আরও জানুন:

সংখ্যা পদ্ধতি সৃজনশীল প্রশ্ন

চীন সম্পর্কে সাধারণ জ্ঞান 

Wbcs Questions And Answer 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url