বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পার্ট-১

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পার্ট-১

বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পার্ট-১
বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পার্ট-১

1. বাংলাদেশের ইতিহাসে ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখটি বিশেষ তাৎপর্যপূর্ণ কেন?

উত্তর: বাঙালি জাতির মুক্তির মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চে জনন্মগ্রহণ করেন।


২। ১৯২০ সালের ১৭ই মার্চ বাংলা সনের কত তারিখ? 

উত্তর: ৪ চৈত্র, ১৩২৬ সন।


৩। বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন?


উত্তর: তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।


৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিতে কী বার ছিল?


উত্তর: বুধবার।


৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা ও পিতার নাম কী?


উত্তর: সায়েরা খাতুন ও শেখ লুৎফর রহমান।


৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর মাতা-পিতার কততম সন্তান ছিলেন?


উত্তর: ছয় ভাই-বোনের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়।


7. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই-বোন ছিলেন কতজন? তাঁদের নাম কী?


উত্তর: ৪ বোন ও ১ ভাই ছিলেন। তাঁর বড় বোন ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন বেগম, ছোট বোন লাইলী বেগম এবং ছোট ভাই শেখ নাসের।


৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর মাতা-পিতা কী নামে ডাকতেন?


উত্তর: খোকা।


৯। ভাই-বোন ও গ্রামবাসীর কাছে বঙ্গবন্ধু কী নামে পরিচিত ছিলেন?


উত্তর: মিয়া ভাই।


১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানার নাম কী?


উত্তর: শেখ আবদুল মজিদ। ১১। বঙ্গবন্ধুর নাম 'শেখ মুজিবুর রহমান' রাখেন কে? উত্তর: তাঁর নানা শেখ আবদুল মজিদ। ১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাদার নাম কী? উত্তর: শেখ আবদুল হামিদ। ১৩। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের পেশা কী ছিল? উত্তর: শেখ লুৎফর রহমান ফরিদপুর জেলা জজ কোর্টের মুনসেফ আদালতে সেরেস্তাদার হিসেবে কাজ করতেন। ১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় কোথায়? উত্তর: নানার বাড়িতে। ১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় কার কাছে? উত্তর: নানা শেখ আবদুল মজিদের কাছে। ১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও ইংরেজি শেখেন কার কাছে? উত্তর: পিতা শেখ লুৎফর রহমানের কাছে। ১৭। গিমাডাঙ্গা এম. ই. স্কুলের প্রতিষ্ঠাতা কে? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট দাদা খান বাহাদুর আবদুর রশীদ। ১৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের শিক্ষাগত যোগ্যতা কী ছিল? উত্তর: তিনি এন্ট্রান্স পাস করেন। ১৯। স্কুল জীবনে বঙ্গবন্ধু কোন কোন স্কুলে লেখাপড়া করেন? উত্তর:

ক) গিমাডাঙ্গা এম. ই. স্কুল

খ) গোপালগঞ্জ পাবলিক স্কুল

গ) মাদারীপুর ইসলামিয়া হাইস্কুল

ঘ) গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুল। ২০। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?

উত্তর: বর্তমান গোপালগঞ্জ জেলার গিমাডাঙ্গা এম. ই. স্কুলে। ২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা এম. ই. স্কুলে ভর্তি হন কোন সালে?


উত্তর: ১৯২৭ সালে। ২২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় স্কুলের নাম কী? উত্তর: গোপালগঞ্জ পাবলিক স্কুল (১৯২৯ সাল)। ২৩। পিতা শেখ লুৎফর রহমান মাদারীপুর বদলি হয়ে বঙ্গবন্ধুকে কোন স্কুলে কোন শ্রেণিতে ভর্তি করেন? উত্তর: মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে, ৪র্থ শ্রেণিতে। ২৪। মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল বঙ্গবন্ধুর শৈশবের কততম স্কুল ছিল? উত্তর: তৃতীয় স্কুল। ২৫। ১৯৩৫ সালে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান আবার গোপালগঞ্জে বদলি হয়ে বঙ্গবন্ধুকে চতুর্থবারের মতো কোন স্কুলে কোন শ্রেণিতে ভর্তি করেন? উত্তর: গোপালগঞ্জ পাবলিক স্কুলে, ৫ম শ্রেণিতে। ২৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদারীপুর হাই স্কুলে দ্বিতীয়বার ভর্তি হন কত সালে? উত্তর: ১৯৩৬ সালে। ২৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৩৭ সালে কোন স্কুলে কোন শ্রেণিতে ভর্তি হন? উত্তর: গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে, ৭ম শ্রেণিতে। ২৮। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কোন প্রখ্যাত ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর স্কুল গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুল পরিদর্শনে আসেন? উত্তর: অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ও তাঁর বাণিজ্য ও পল্লী উন্নয়ন মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ২৯। বঙ্গবন্ধু কত সালে কোন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন?


উত্তর: ১৯৪২ সালে গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুল থেকে। ৩০। শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে বঙ্গবন্ধু কী দাবি জানান?


উত্তর: স্কুলের টিনের চালা থেকে শ্রেণিকক্ষে পানি পড়ার সমস্যা সমাধানের দাবি জানান। ৩১। বঙ্গবন্ধু কোন শ্রেণিতে পড়াকালে শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে পরিচয় হয়? উত্তর: ৭ম শ্রেণিতে। ৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র কোন ইংরেজি স্কুলটিতে অধ্যয়ন করেছিলেন?

উত্তর: গিমাডাঙ্গা এম. ই. স্কুল। ৩৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় স্কুলের প্রধান শিক্ষক কে ছিলেন? উত্তর: রসরঞ্জন সেনগুপ্ত। ৩৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাট্রিক পরীক্ষার পূর্বে কোন রোগে আক্রান্ত হন? উত্তর: মামস। ৩৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাদা শেখ আবদুল হামিদের কতজন সন্তান ছিল? উত্তর: ৩ জন সন্তান। ৩৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্চতা কত ছিল? উত্তর: ৫ ফিট ১১ ইঞ্চি। ৩৭। শৈশবকালে বঙ্গবন্ধু যে ঘাটে গোসল করতেন সেই ঘাটের নাম কী? উত্তর। হিজল তলা ঘাট। ৩৮। ছেলেবেলায় বঙ্গবন্ধু ৩ বছর স্কুলে যেতে পারেননি কেন? উত্তর। বেরিবেরি ও গ্লুকোমা রোগের কারণে। ৩৯। কত সালে বঙ্গবন্ধু ঢুকোমা রোগে আক্রান্ত হন? উত্তর: ১৯৩৬ সালে। ৪০। বঙ্গবন্ধু কত বছর বয়স থেকে চশমা ব্যবহার করেন?


উত্তর: ১৬ বছর বয়স থেকে। ৪১। বেরিবেরি রোগের সময় কোন ডাক্তার তাঁর চিকিৎসা করেন? উত্তর: ডাক্তার শিবপদ ভট্টাচার্য ও ডাক্তার এ কে রায় চৌধুরী। ৪২। বঙ্গবন্ধু যখন বেরিবেরি রোগে আক্রান্ত হন তখন তাঁর বয়স কত ছিল? উত্তর: ১৪ বছর। ৪৩। কোন শ্রেণিতে পড়াকালীন বঙ্গবন্ধু বেরিবেরি রোগে আক্রান্ত হন? উত্তর: ৭ম শ্রেণিতে। ৪৪। চোখের চিকিৎসার জন্য বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর: কলকাতায়। ডা. টি আহমেদ বঙ্গবন্ধুর চোখে অস্ত্রপাচার করেন এবং তাঁকে চশমা দেন। ৪৫। বঙ্গবন্ধুকে রাজনীতি সচেতন এবং ইংরেজ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন কে? উত্তর: বঙ্গবন্ধুর গৃহশিক্ষক কাজী আবদুল হামিদ। ৪৬। বঙ্গবন্ধু কোন ফুটবল টিমে খেলতেন? উত্তর: গোপালগঞ্জ ওয়ান্ডারার্স ফুটবল টিমে। ৪৭। ফুটবল মাঠে বঙ্গবন্ধু কোন পজিশনে খেলতেন? উত্তর: স্ট্রাইকার হিসেবে ৪৮। বঙ্গবন্ধু স্কুল ফুটবল দলের অধিনায়ক ছিলেন কখন? উত্তর: মিশন স্কুলে পড়ার সময়। ৪৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন? উত্তর: ১৯৩৬ সালে। ৫০। ১৯৪০ সালে মিশন স্কুলে পড়াকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুটবল টিমের সাথে কোন টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়?


উত্তর। অফিসার্স ক্লাবের।


৫১। অফিসার্স ক্লাবের সেক্রেটারি কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান। ৫২। গৃহশিক্ষক সাখাওয়াত উল্লাহ বঙ্গবন্ধুকে কীভাবে প্রভাবিত করেন? উত্তর: তিনি বঙ্গবন্ধুকে বিভিন্ন ধর্মের কাহিনী শোনাতেন। এতে তিনি পরবর্তী জীবনে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী হয়ে ওঠেন। ৫৩। স্কুলের ছাত্র ও প্রতিবেশী ছেলেদের নিয়ে বঙ্গবন্ধু কি ধরনের নাচগান করতেন? উত্তর। তিনি ব্রতচারী নাচগান করতেন। তাঁর কণ্ঠে ধ্বনিত হতো "ও আমার দেশের মাটি, তোমায় রাখব পরিপাটি"। ৫৪। বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষার জন্য পারিবারিক শিক্ষক ছিলেন কারা? উত্তর: বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষার জন্য পারিবারিকভাবে তিনজন শিক্ষক নিযুক্ত ছিলেন। ক) একজন মৌলভী- ইসলাম ধর্ম শিক্ষা খ) পণ্ডিত সাখাওয়াত উল্লাহ- সাধারণ শিক্ষা গ) কাজী আবদুল হামিদ-কবিতা, গল্প ও ইতিহাস। ৫৫। কাজী আবদুল হামিদের মৃত্যুর পরে 'মুসলিম সেবা সমিতির' সাধারণ সম্পাদক কে হন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৬। 'মুসলিম সেবা সমিতি' দরিদ্র মুসলিম ছাত্রদের কীভাবে সাহায্য করত? উত্তর: বই ও পরীক্ষার ফি'র খরচ দিয়ে। ৫৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় কত বছর চিকিৎসাধীন ছিলেন? উত্তর: প্রায় দুই বছর। ৫৮। বঙ্গবন্ধুর পূর্বপুরুষ কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ছিলেন বাগদাদের খ্যাতনামা গুলি বায়েজিদ বোস্তামীর শিষ্য দরবেশ শেখ আউয়াল।


৫৯। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণ কত সালে গোপালগঞ্জে বাড়ি তৈরি করেন? উত্তর: ১৮৫৪ সালে। ৬০। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণের বাড়ির আয়তন কত ছিল? উত্তর: প্রায় দুই একর। ৬১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষরা কোন দেশ থেকে বঙ্গদেশে আসেন? উত্তর: ইরাক থেকে। ৬২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষরা কীভাবে জীবন-যাপন করতেন? উত্তর: ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, সমাজসেবা ও বিচার-আচার করে জীবন-যাপন করতেন। ৬৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ দরবেশ শেখ আবদুল আউয়াল কত সালে বঙ্গদেশে আসেন? উত্তর: ১৪৬৩ সালে। ৬৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষগণ প্রথমে কোথায় বসতি স্থাপন করেন? উত্তর: চট্টগ্রামে। ৬৫। শেখ পরিবারের পূর্বপুরুষদের ব্যবসা প্রতিষ্ঠান কোথায় ছিল? উত্তর: কলকাতায়। ৬৬। বঙ্গন্ধুর পূর্বপুরুষ শেখ আউয়াল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: ইরাকের রাজধানী বাগদাদের হাসানপুর নামক স্থানে। ৬৭। বঙ্গবন্ধুর পূর্বপুরুষ শেখ আউয়ালের পুত্রের নাম কী? উত্তর: শেখ জহির উদ্দিন। ৬৮। শেখ জহির উদ্দিনের পুত্রের নাম কী? উত্তর: তেকড়ী শেখ। ৬৯। তেকড়ী শেখ কোথায় বসবাস করতেন?


উত্তর: সোনারগাঁও।


৭০। তেকড়ী শেখের পুত্রের নাম কী?


উত্তর: শেখ বোরহান উদ্দিন।


৭১। শেখ বোরহান উদ্দিনের পুত্রের নাম কী?


উত্তর: শেখ একরাম।


৭২। শেখ একরামের পুত্রের নাম কী?


উত্তর: শেখ জাকির। (তিনি বঙ্গবন্ধুর প্রপিতামহ ছিলেন)


৭৩। শেখ জাকিরের পুত্রের নাম কি?


উত্তর: শেখ আবদুল হামিদ। (তিনি বঙ্গবন্ধুর দাদা ছিলেন)


৭৪। 'মা সায়েরা, তোমার ছেলের জগৎজোড়া নাম হবে।' এ কথা কে বলেছিলেন?


উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা শেখ আবদুল মজিদ।


৭৫। বঙ্গবন্ধুর পরিবারের কয়টি তালাব (পুকুর) ছিল এবং সেগুলার নাম কী?


উত্তর: দুটি। বড় তালাব ও ছোট তালাব।


৭৬। যৌবনের প্রারম্ভিক বছরগুলোতে বঙ্গবন্ধু কোন সংস্থার সচিব হিসেবে সমাজসেবায় অংশ নেন?


উত্তর: 'মুসলিম সেবা সমিতি'র।


৭৭। 'মুসলিম সেবা সমিতি' সংগঠনটি কী ধরনের সেবামূলক কাজ করত?


উত্তর: প্রতি রবিবার বাড়ি বাড়ি মুষ্টির চাল উঠিয়ে তা দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে যেতে সাহায্য করত।


৭৮। শেখ পরিবার কত সালে টুঙ্গিপাড়ায় পাঁচটি সুদৃশ্য একতলা ইটের দালানবাড়ি নির্মাণ করে?


উত্তর: ১৮৫৪ সালে।


৭৯। শেখ পরিবারের বাড়িতে শিক্ষার জন্য কাদের রাখা হতো?


উত্তর: মৌলভি ও পণ্ডিত।


৮০. কোন আমলে শেখ পরিবার সম্পদশালী ছিল? উত্তর: মুঘল ও নবাবী আমলে। ৮১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীর নাম কি? উত্তর: মধুমতির শাখা বাইগার নদী।


৮২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর নাম কী? উত্তর: শেখ ফজিলাতুন নেছা মুজিব। ৮৩। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ডাক নাম কী ছিল? উত্তর: রেণু। ৮৪। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ৮ আগস্ট, ১৯৩০। ৮৫। কত বছর বয়সে বঙ্গবন্ধু বিবাহবন্ধনে আবদ্ধ হন? উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর স্ত্রীর বয়স ছিল যথাক্রমে ১০ বছর এবং ৩ বছর। ৮৬। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার পিতা ও মাতার নাম কী? উত্তর: পিতা শেখ জহুরুল হক ও মাতা হোসনে আরা বেগম। ৮৭। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার পিতার পেশা কী ছিল? উত্তর: কৃষি। ৮৮। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কত বছর বয়সে পিতৃহারা হন? উত্তর: ৩ বছর বয়সে। ৮৯। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কত বছর বয়সে মাতৃহারা হন? উত্তর: ৫ বছর বয়সে। ৯০। বঙ্গবন্ধুর বিভিন্ন মামলার খরচ নির্বাহের জন্য শেখ ফজিলাতুন নেছা কী করতেন? উত্তর: বঙ্গমাতা নিজের সোনার অলঙ্কার বিক্রি করে মামলার খরচ নির্বাহ করতেন। ৯১। বঙ্গবন্ধুর সন্তান কত জন এবং তাঁদের নাম কী? উত্তর: ৫ জন সন্তান। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল। ৯২। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর।


৯৩। শেখ কামাল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৪৯ সালের ৫ই আগস্ট। ৯৪। শেখ জামাল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৫৪ সালের ২৮শে এপ্রিল। ৯৫। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর। ৯৬। শেখ রাসেল কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি হাই স্কুল। ৯৭। বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের নাম কী? উত্তর: শেখ আবু নাসের। ৯৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাড়িটি কত সালে সরকারি প্লট আকারে বরাদ্দ পেয়েছিলেন? উত্তর: ১৯৫৬ সালে, সংসদ সদস্য হিসেবে। ৯৯। পরবর্তীতে বাড়িটি কী নামে পরিচিতি পায়? উত্তর: ধানমন্ডি ৩২ নম্বর বাসভবন। ১০০। ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনটির প্রকৃত ঠিকানা কী? উত্তর: ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ৬৬৭ নম্বর বাড়ি।


আরও জানুন:

সংখ্যা পদ্ধতি সৃজনশীল প্রশ্ন

চীন সম্পর্কে সাধারণ জ্ঞান 

Wbcs Questions And Answer 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url