রেডমি নোট ১২ এর দাম কত ? Redmi Note 12 Price In Bangladesh 2024

রেডমি নোট ১২ এর দাম কত ? Redmi Note 12 Price In Bangladesh 2024

রেডমি নোট ১২ এর দাম কত ? Redmi Note 12 Price In Bangladesh 2024

রেডমি নোট ১২ এর দাম কত বাংলাদেশে? ~ আজকে আমি যেই মোবাইল টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটি বাংলাদেশের মার্কেটে কয়েকদিন হলো রিলিজ পেয়েছে তা হলো Xiaomi কোম্পানির Redmi সিরিজের মোবাইল রেডমি নোট ১২। বর্তমান সময়ে Xiaomi কোম্পানির মোবাইল বাংলাদেশের মানুষ অনেক বেশী পরিমাণ এ ব্যাবহার করছে। আপনাদের সাথে আজকে রেডমি কোম্পানির নতুন একটি ফোন Redmi Note 12 নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চলেছি৷ 

এই মোবাইল ফোন টি Redmi Note 12 । আপনারদের সুবিধার জন্য আজকে Redmi Note 12 মোবাইল ফোন টির সঠিক দাম ও রেডমি নোট ১২ এর বিভিন্ন তথ্য সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। 

রেডমি নোট ১২ এর দাম কত
রেডমি নোট ১২ এর দাম কত

আরও পড়ুন:

রিয়েলমি নোট ৫০ এর দাম কত?

রিয়েলমি সি ৫৩ এর দাম কত? 

রিয়েলমি সি ৬৭ এর দাম কত? 

রিয়েলমি নারজো ৫০ এর দাম কত?


 Redmi Note 12 price in Bangladesh 2024

Redmi Note 12 Full Specifications and Price in Bangladesh


বাংলাদেশের মার্কেটে রেডমি নোট ১২ প্রথম রিলিজ হয়


19 December, 2024


Redmi Note 12 মোবাইলের কালার:


Redmi Note 12 মোবাইল কালার রং হবে চার ধরনের। এগুলো হলো  Sunrise Gold, Onyx Gray,Ice Blue এবং Mint Green। আমার কাছে Sunrise Gold কালারটা বেশী ভালো লেগেছে৷ দেখলেই আপনারও ভালো লাগবে আশা করি।


Redmi Note 12 নেটওয়ার্ক:-


২জি, 3জি এবং 4 জি নেটওয়ার্ক দেওয়া হয়েছে ফোনে এছাড়াও ওয়ারলেস ফ্রিকুয়েন্সি 802.11 a/b/g/n/ac পর্যন্ত এবং ব্লুটুথ ফ্রিকয়েন্সি 5.0 দেওয়া হয়েছে রেডমি নোট ১২ তে। 


Redmi Note 12 এর প্রসেসর : 


Redmi Note 12 মোবাইল ফোনটি তে প্রসেসর হিসাবে দেওয়া থাকছে শক্তিশালী Snapdragon 685 6nm Chipset, 2.8 GHz পর্যন্ত এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU দেওয়া হয়েছে Adreno 610.। রেডমি নোট ১২ মোবাইলের CPU হিসেবে রয়েছে  Octa-coreRedmi Note 12 এই স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে দেওয়া হয়েছে  Snapdragon 685 6nm ও অপারেটিং সিস্টেম হিসাবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (MIUI) এর আপডেট Version পেয়েছেন৷ 


Redmi Note 12 সিম:


ডুয়াল ন্যানো সিম ব্যাবহার করা যাবে Redmi Note 12 এ৷ এছাড়াও আপনি একটি 1 TB এর মেমরি কার্ড ব্যাবহার করতে পারবেন৷ 


Redmi Note 12 ডিসপ্লে: 


Redmi Note 12 এই মোবাইলে Display হিসাবে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 120Hz AMOLED DotDisplay টাচস্ক্রিন প্যানেল৷ যাতে টার্চ স্ম্যাম্পিং রেট ২৪০ হার্জ। ডিসপ্লের উপাদান হিসেবে দেওয়া হয়েছে E2 ProContrast ratio হিসেবে রয়েছে 4,500,000:18-bit এবং Refresh Rate 120 Hz. Display Resolution হলো  2400 x 1080 


Redmi Note 12 ক্যামেরা: 


Redmi Note 12 স্মার্ট ফোনটিতে মোট তিনটি ক্যামেরা রয়েছে।  পিছনের ক্যামেরাতে রেজ্যুলেশন হিসাবে দেওয়া  হয়েছে একটি 50 MP মেগাপিক্সেল ক্যামেরা, লেন্স রয়েছে 5P এবং আরেকটি 8MP ultra-wide  ক্যামেরা যার লেন্স 5P এবং তিন নম্বর ক্যামেরাটি হলো 2MP macro camera, লেন্স রয়েছে 3P৷ ভিডিও রেকর্ডিং করার জন্য 4K বা 1080p/30 fps দেওয়া হয়েছে।  এছাড়াও আপনি চাইলে 720p/30 fps এবং  360p/30 fps তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। Redmi Note 12 মোবাইলটিতে ফন্ট ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং করা হবে  সম্পূর্ণ এইচডি (1080p)। লেন্স রয়েছে 5P। এছাড়াও আপনি ইত্যাদি Portrait Mode, Beauty Mode, HDR, Face-Recognition মোডে ছবি তুলতে পারবেন৷ 


Redmi Note 12 স্টোরেজ : 


Redmi Note 12 এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ২ টি ভেরিয়েন্ট (৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ) এবং (৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম )। আপনি আরও ৮ জিবি Ram চাইলে যোগ করতে পারবেন। এই দুটি ভ্যারিয়েন্ট ই আপনি অফিসিয়ালি পাবেন বাংলাদেশের মার্কেটপ্লেসে৷ 


Redmi Note 12 ব্যাটারি: 


Redmi Note 12 এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে, লিথিয়াম-পলিমার ৫০০০ mAh (অ-অপসারণযোগ্য) এবং 33W দ্রুত চার্জিং 40 মিনিটে ১০০% চার্জ সম্পূর্ণ হবে৷ 


Redmi Note 12 মোবাইলের সাইজ এবং ওজন:


Redmi Note 12 এর দৈর্ঘ্য 165.66mm এবং প্রস্থ হলো 75.96mm।  Redmi Note 12 ফোনের ওজন মাত্র 183.5 গ্রাম৷ যা ব্যাবহার করার সময় হালকা মনে হয়৷  


Redmi Note 12 মোবাইলের নেভিগেশন: 


Redmi Note 12 মোবাইলের চারটি নেভিগেশন সিস্টেম রয়েছে। এগুলো হলো GPS: L1 |GLONASS: G1 | BDS: B1 | Galileo E1


Redmi Note 12 মোবাইলের Packing List:


Redmi Note 12 কেনার সময় মোবাইলের বক্সে বেশ কিছু জিনিস পাবেন৷ এগুলো হলো একটি একটি রেডমি নোট ১২ ফোন, USB Type-C Cable, একটি 33W Power Adapter এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সাথে একটি সিম কার্ড নিডলে। একটি ওয়েরন্টি কার্ড এবং ওয়ারন্টির মেয়াদ ১ বছর। 

রেডমি নোট ১২ বাংলাদেশি দাম কত টাকা৷ Redmi Note 12 Price In Bangladesh 2024

Redmi Note 12 এই মোবাইল ফোনটি বাংলাদেশে দাম হিসাব করে দেওয়া হয়েছে। Redmi Note 12 এর দাম ২১৪৯৯ টাকা ( ৬ জিবি ১২৮ জিবি) রেডমি নোট ১২ এর দাম ২২৯৯৯ টাকা ( ৮ জিবি ২৫৬ জিবি)। অফিশিয়ালি ফোনটি আপনি যেকোনে শোরুম থেকে নিতে পারেন।

Redmi Note 12 এই মোবাইলটির সাথে থাকছে ( 6 জিবি র‌্যাম ও 128 জিবি রম ) এবং ( 8 জিবি র‌্যাম ও 256 জিবি রম )। আপনার যদি বাজেট 21500–23000 BDT বা এর চেয়ে বেশি তা হয়ে থাকলে তাহলে আপনি নিঃসন্দেহে এ স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আপনি জয়ী হবেনই বলা যায়। আপনার অনুযায়ী এই বাজেটের মধ্যে Redmi Note 12 মডেলের মোবাইলটি আপনার জন্য পারফেক্ট হবে৷  

এক নজরে Redmi Note 12 এর স্পেসিফিকেশনঃ


  1. বাংলাদেশে 2024 সালে Redmi Note 12 এর দাম ৳ 21499 BDT 6/128 এবং ৳ 22999 BDT 8/256 GB ভ্যারিয়েন্টের এবং এর চেয়ে কিছুটা কম হতে পারে। 

  2. এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।  

  3. পিছনের তিনটি ক্যামেরা রয়েছে৷ Main Camera 50MP, Wide Camera 8MP এবং Micro Camera 2MP। সেলফি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। 

  4. এটিতে 6/8GB RAM এবং 128/256GB ROM অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট দ্বারা 1 TB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। 

  5. Redmi নোট ১২, Snapdragon 685 6nm চিপসেট,  Snapdragon 685 6nm প্রসেসর এবং  Adreno 610 GPU দ্বারা চালিত। 

  6. এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করে 

  7. এছাড়াও এই Redmi নোট ১২ ডিভাইসে রয়েছে 33W ফাস্ট চার্জিং যা খুব দ্রুতই চার্জ হয় 

  8. এছাড়াও  USB টাইপ-সি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Redmi Note 12 মোবাইল টির ভালো দিক গুলো: 


  • 120Hz AMOLED ডিসপ্লে।  

  • স্টাইলিশ ডিজাইন। এর বাইরের লুক টা অনেক সূন্দর৷ দেখেই আপনার পছন্দ হয়ে যাবে। 

  • 33 W দ্রুত চার্জিং সমর্থন সহ ব্যাটারি। 

  •  5000 mAh ব্যাটারি ক্ষমতা। যার ফলে খুব সহজেই দেড় দিনের মতো চার্জ যাবে৷ 

  • সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যানার.।

  • 4K বা ১০৮০p ভিডিও রেকর্ডিং

  • Redmi Note 12 এর ওজন অত্যান্ত কম মাত্র ১৮৩.৫ গ্রাম

  • পেছনের ক্যামেরায় 50+8+3 প্রাইমারি লেন্স.

  • Snapdragon 685 6nm প্রসেসর

  • MIUI 14 দ্বারা ডিজাইন করা এবং অপারেটিং সিস্টেম ১৩

  • অনেক ভালো ক্যামেরা লেন্স

  • NFC সাপোর্ট করে

Realme C55 মোবাইল টির খারাপ দিক গুলো: 


  • মাইক্রো এসডি কার্ড স্লট ছাড়া এটি একটি নেগেটিভ দিক৷   

  • ধুলা এবং পানি প্রতিরোধ এ  সুরক্ষা না থাকা

  • বেশ পুরানো ইউএসবি টাইপ-সি 2.0 চার্জিং পোর্ট৷ যা ২০২৪ সালে এসে বেমানান

  • স্কিন প্রটেকশন এ কোনো ব্যাবস্থা নায়। 

  • রেডমি নোট ১২ মোবাইলে একটি ইনফ্রারেড পোর্ট অনুপস্থিত।

  • বক্সে ইয়ারফোন নাই


Redmi Note 12 এই মোবাইল ফোন এর বিস্তারিত তথ্য এবং বাংলাদেশের মার্কেটে সঠিক দাম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যদি আপনি Redmi Note 12 টি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কোনো রকম দ্বিধা ছাড়ায় এই মোবাইল ফোনটি কিনতে পারেন। মোবাইলটি কেনার আগে অবশ্যই অফিশিয়াল কিনা চেক করে নিবেন এবং শোরুম বা Redmi Note 12 থেকে দাম দেখে নিবেন। কারণ যে কোনো সময় এ মোবাইল এর দাম বৃদ্ধি অথবা কমে যেতে পারে৷ তাই কেনার আগে অবশ্যই চেক করে নিবেন৷ 


সচরাচর প্রশ্ন উত্তরঃ 


Redmi Note 12 release date?


19 December,  2024


Redmi Note 12 দাম কত? 


Redmi Note 12 এর দাম ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্ট ২১৪৯৯ টাকা। এবং ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ২২৯৯৯ টাকা


Redmi Note 12 কত MP ক্যামরা?

 

Realme Note 50 50+8+3 ক্যামরা। এবং ফন্ট ক্যামেরা 13 MP। Redmi Note 12  camera 50+8+3 Mp And 13MP


রেডমি নোট ১২ এর স্টোরেজ কত জিবি?


রেডমি নোট ১২ এর স্টোরেজ ১২৮/২৫৬ জিবি৷ 


রেডমি নোট ১২ র‌্যাম, রম কত জিবি? 


রেডমি নোট ১২ এর ৬ জিবি র‌্যাম, 128 জিবি রম বা ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি রম Redmi Note 12 6 128 Variant Available in Bangladesh And Redmi Note 12 8 256 Variant Available in Bangladesh


রেডমি নোট ১২ দাম কত টাকা? 


রেডমি নোট ১২ এই মোবাইলের দাম হচ্ছে  21499 BDT 6/128 এবং 22999 BDT 8/256 GB ভ্যারিয়েন্টের 


Redmi Note 12 ব্যাটারি কত mAh?  


Redmi Note 12 মোবাইলের  ব্যাটারি ৫০০০mAh।


Redmi Note 12 processor? 


Redmi Note 12 processor Snapdragon 685 6nm


Redmi Note 12 price in bangladesh 8 128


Redmi Note 12 price in bangladesh 6 128 is 21499 Tk and Redmi Note 12 price in bangladesh 8 256 is 22999 Tk


Redmi Note 12 price in bangladesh? 


Redmi Note 12 price 21499—22999 Taka.


Redmi Note 12 price in bangladesh 2024? 


Redmi Note 12 price 21499—22999 Taka in Bangladesh 2024


আরও পড়ুনঃ 

Realme C55 price in Bangladesh

টেকনো স্পার্ক ২০ প্রো প্লাস এর দাম কত ?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url