অপরিচিতা গল্পের mcq

 অপরিচিতা গল্পের mcq 

আসসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা৷ আশা করছি তোমরা ভালো আছো৷ আজকে আমরা অপরিচিতা গল্পের mcq নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্পটি HSC বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত। অপরিচিতা গল্পের মূল কথা হলো সমাজে যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য নারী শিক্ষার জাগরণ। আজকে আমরা অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর বোর্ড প্রশ্ন গুলো সহ অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ও জানবো৷ অপরিচিতা গল্পের mcq কিন্তু HSC বোর্ড পরীক্ষায় এবং এডমিশন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাই অপরিচিতা গল্পের mcq ২০২৪ সালে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে৷ আমরা নিম্নে অপরিচিতা গল্পের mcq লিখত আকারে দিচ্ছি৷ তোমরা যদি অপরিচিতা গল্পের mcq pdf চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো৷ তো চলো শুরু করা যাক অপরিচিতা গল্পের mcq প্রশ্ন ও উত্তর 


অপরিচিতা গল্পের mcq
অপরিচিতা গল্পের mcq 


অপরিচিতা গল্পের mcq ২০২৪


অপরিচিতা গল্পের mcq লেখক পরিচিতি 


১. রবীন্দ্রনাথ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?


ক.১৮৪১ খ্রিস্টাব্দের ৭ই মে 

খ.১৮৫১ খ্রিস্টাব্দের ৭ই মে

গ.১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে 

ঘ.১৮৭১ খ্রিস্টাব্দের ৭ই মে


২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?


ক. ১৮৬১ বঙ্গাব্দে

খ. ১২৬৮ বঙ্গাব্দে

গ. ১২৭০ বঙ্গাব্দে

ঘ. ১২৭২ বঙ্গাব্দে


৩. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন?


ক. মহর্ষি পরিবারে

খ. ঠাকুর পরিবারে

গ. সেন পরিবারে

ঘ. ভট্টাচার্য পরিবারে


৪. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?


ক. অবনীন্দ্রনাথ ঠাকুর

খ. শিবনাথ ঠাকুর

গ. দেবেন্দ্রনাথ ঠাকুর

ঘ. বীরেন্দ্রনাথ ঠাকুর


৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?


ক. সরলা দেবী

খ. সারদা দেবী

গ. বিমলা দেবী

ঘ. কল্যাণী দেবী


৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন?


ক. শ্রেষ্ঠ কবি

খ. বিশ্বকবি

গ. চারণ কবি 

ঘ. প্রবীণ কবি


৭.বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে?


ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


৮. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?

ক.ডাক্তারি

খ.ওকালতি 

গ.মাস্টারি

ঘ.কৃষক


৯. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার-


ক.প্রতিপত্তি 

খ.প্রভাব

গ.বিচক্ষণতা

ঘ.কূট বুদ্ধি


নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।


পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই ৮০ কলতে পারেননি।


১০. দীপুর চাচার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মিল আছে? 


ক.হরিশের 

খ.মামার 

গ.শিক্ষকের 

ঘ.বিনুর


১১. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-


i. দৌরাত্ম্য ii. হীনম্মন্যতা iii. লোভ


ক. i 

খ. ii

গ. i+ii

ঘ. ii+iii


১২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোটগল্পের নাম কী?


ক.ভিখারিণী 

খ.অপরিচিতা 

গ.রবিবার 

ঘ.হৈমন্তী


১৩. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প 'ভিখারিণি' রচনা করেন?


ক.১২৮২ বঙ্গাব্দে

খ.১২৮৪ বঙ্গাব্দে

গ.১২৮৩ বঙ্গাব্দে

ঘ.১২৮৫ বঙ্গাব্দে


১৪. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন?


ক.পনেরো বছর

খ.ষোলো বছর

গ.সতেরো বছর

ঘ.আঠারো বছর


১৫. 'গল্পগুচ্ছতে' রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে?


ক.৮৫টি

খ.৯০টি

গ.৯৫টি

ঘ.১০০টি


১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কী?


ক.রবিবার

খ.মুসলমানীর গল্প

গ.ক্ষুধিত পাবণ

ঘ.নিশিথে


১৭. কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয়?


ক.কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে

খ.জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বসবাসের সময়কে

গ.শান্তিনিকেতনে বসবাসের সময়কে

ঘ.পতিসরে বসবাসের সময়কে


১৮. কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালে রচনা করেন?


ক.মানসী

খ.সোনার তরী

গ.খেয়া

ঘ.বলাকা 


১৯. বিশ শতকের ছোটগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে?


ক.প্রকৃতি

খ.গীতময়তা

গ.রাজনীতি 

ঘ.বাস্তবতা


২০. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?


ক.কাব্যগ্রন্থ 

খ.গল্পগ্রন্থ

গ.উপন্যাস 

ঘ.নাটক


২১. 'যোগাযোগ' উপন্যাসটির রচয়িতা কে?


ক.রবীন্দ্রনাথ ঠাকুর

খ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ.মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


২২. 'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? 


ক.কাব্যগ্রন্থ 

খ.গল্পগ্রন্থ 

গ.উপন্যাস 

ঘ.নাটক


২৩. 'ডাকঘর' নাটকের রচয়িতা কে?


A.রবীন্দ্রনাথ ঠাকুর

B.মীর মশাররফ হোসেন

C.কাজী নজরুল ইসলাম

D.সৈয়দ শামসুল হক


২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল কত?


A.১৯৪১ 

B.১৯৪৩

C.১৯৪৫ 

D.১৯৪৭


২৫. রবীন্দ্রনাথ ঠাকুর-এর মৃত্যু তারিখ কোনটি? 


A.৭ই মে 

B.৭ই জুন 

C.৭ই জুলাই 

D.৭ই আগস্ট


২৬. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন?


A.১৩৪২  

B.১৩৪৮ 

C.১৩৫৮ 

D.১৩৬৮


২৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস? 


A.২৫শে বৈশাখ

B.২২শে শ্রাবণ

C.১১ই জ্যৈষ্ঠ

D.১৩ই কার্তিক


অপরিচিতা গল্পের mcq পাঠ পরিচিতি


২৯. 'অপরিচিতা' গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে?


A.অনুপমের

B.অনুপমের মামার

C.কল্যাণীর পিতার

D.কল্যাণীর


৩০. নিচের কোনটি 'অপরিচিতা' গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ?


A.ভীতু

B.পরমুখাপেক্ষী

C.সংকীর্ণতা

D.বলিষ্ঠ ব্যক্তিত্ব


৩১. 'সবুজপত্র' মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন?


A.রবীন্দ্রনাথ ঠাকুর

B.দেবেন্দ্রনাথ ঠাকুর

C.প্রমথ চৌধুরী

D.অক্ষয়কুমার দত্ত


৩২. 'ফন্তু' নদী কোথায় অবস্থিত?


A.ভারত

B.বাংলাদেশ

C.মালদ্বীপ

D.মায়ানমার


৩৩. বকুল বনের নবপল্লবরাশির সাথে কার তুলনা করেছেন?


A.কল্যাণীর

B.অনুপমের

C.পাত্রী দর্শনের অভিজ্ঞতার

D.নিরুপমার


৩৪. মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন?


A.অস্থি-মজ্জা

B.হাড়-হাড্ডি

C.চোখ-কান 

D.গলা-নাক


৩৫. বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?


A.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

B.রবীন্দ্রনাথ ঠাকুর

C.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

D.কাজী নজরুল ইসলাম


৩৬. দৈর্ঘ্যে বা হিসাবে কোন জীবনটা বড় নয়?


A.বাল্য জীবন

B.পঁচিশ বছর বয়সের জীবন

C.যুবক জীবন

D.সাতাশ বছর বয়সের জীবন


অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর বোর্ড প্রশ্ন

৩৭. 'অপরিচিতা' গল্পে ফুলের বুকের উপরে কী এসে বসেছিল?


A.মৌমাছি

B.বোলতা

C.হামিংবার্ড 

D.ভ্রমর


৩৮. 'সেই ইতিহাসটুকু আকারে ছোট।' এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?


A.অনুপমের বিবাহের দিন

B.অনুপমের সাতাশ বছরের জীবন

C.অনুপমের কৈশোর

D.অনুপমের যুবক বয়স


৩৯. এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?


A.ড. অমর্ত্য সেন

B.রবীন্দ্রনাথ ঠাকুর

C.ড. মোহাম্মদ ইউনূস

D.মাদার তেরেসা


৪০. 'অপরিচিতা' গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে?


A.আটাশ বছর

B.সাতাশ বছর 

C.পঁচিশ বছর

D.ছাব্বিশ বছর


৪১. অনুপমকে শিমুল ফুল, মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পন্ডিতমশায়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে?


A.রাগ

B.ভালোবাসা 

C.তিরস্কার 

D. বিদ্যুপ


৪২. 'এটা আপনারাই রেখে দিন'-কোনটিকে রেখে দেয়ার কথা বলা হয়েছে?


A.বালা

B.কানের দুল

C.এয়ারিং

D.হার


৪৩. স্যাকরাকে মামা ডেকেছিলেন কেন?


A.গয়না বানাতে

B.কনের বাবাকে অপমান করতে

C.ভুল করে

D.গয়নার খাঁদ যাচাই করতে


৪৪. কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল?


A.'জায়গা আছে'

B.ভালোবাসি

C.জায়গা নেই

D.মাতৃআজ্ঞা


৪৫. মামা গয়নার হিসাব কেন ফর্দে টুকে রাখলেন?


A.ফাঁকি এড়াতে

B.স্মরণ রাখতে

C.স্বভাববশত

D.সরল বিশ্বাসে


৪৬. কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝা যায়?


A.মায়ের নির্দেশ

B.মাতৃভূমির আদেশ

C.মায়ের নিষেধ

D.জন্মভূমির বাধা


৪৭. কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক করলেন না?


A.অনুপমের

B.বরযাত্রীদের

C.অনুপমের মামার

D.হরিশের


৪৮. 'এ জোড়া আপনারাই রাখিয়া দিন'- এ কথা কে বলেছেন?


A.অনুপম

B.হরিশ

C.শম্ভুনাথ

D.মামা


৪৯. বাড়ির লোকেরা কেন রেগে আগুন?


A.খেতে না পেয়ে

B.অপমানিত হয়ে

C.গয়না না পেয়ে

D.বিয়েতে যেতে না পারায়


৫০. মেয়ে-শিক্ষা ব্রত গ্রহণের মাধ্যমে কল্যাণীর কোন চেতনার প্রকাশ পায়?


A.দাম্ভিক

B.মানবিক

C.অর্থলোভী

D.জ্ঞানান্বেষণ


৫১. 'ও আবার কী বলিবে। আমি যা বলিব তাই হইবে।"-কথাটির মাধ্যমে অনুপমের মামার কোন রূপ প্রকাশ পায়?


A.হীনম্মন্যতা

B.দাম্ভিকতা

C.নির্বুদ্ধিতা

D.রেহশীলতা


৫২. 'তবু ইহার বিশেষ মূল্য আছে'- এখানে কীসের মূল্যের কথা বলা হয়েছে?


A.জীবনের

B.মরণের

C.কর্মের

D.ধর্মের


৫৩. ছেলেবেলায় পন্ডিতমশায় অনুপমকে কীসের সাথে তুলনা করতেন?


A.ভিজে বেড়াল

B.গোলাপ ফুল

C.মাকাল ফল

D.পূর্ণিমার চাঁদ


৫৪. অনুপমের আসল অভিভাবক কে?


A.বাবা

B.মা

C.শিক্ষক

D.মামা


৫৫. 'অপরিচিতা' গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত?


A.বছর চারেক

B.বছর আষ্টেক

C.বছর ছয়েক

D.বছর দশেক


৫৬. কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?


A.অনুপম রুচিবান

B.অনুপম রূপবান

C.অনুপম সৎপাত্র

D.অনুপম ব্যক্তিত্বসম্পন্ন


৫৭. অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?


A.তামাক

B.মদ

C.চুরুট

D.কফি


৫৮. কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে?


A.মামা

B.কল্যাণী

C.হরিশ

D.অনুপম


৫১. মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?


A.ধনী

B.গরিব

C.গ্রামীণ

D.শহুরে


৬০. অনুপমের বন্ধুর নাম কী?


A.সতীশ

B.জ্যোতিষ

C.হরিশ

D.মনীষ


৬১. হরিশ কোথায় কাজ করত?


A.কলকাতায় 

B.আন্দামানে 

C.রাজপুরে

D.কানপুরে


৬২. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?


A.বিএ পাস

B.বিএসসি পাস

C.এমএ পাস

D.এমএসসি পাস


৬৩. 'মেয়ে যদি বল, তবে'- উক্তিটি কার?


A.অনুপমের 

B.হরিশের

C.শম্ভুনাথের 

D.মামার


৬৪. 'অপরিচিতা' গল্পে রসিক মনের মানুষ কে?


A.অনুপম

B.ঘটক

C.হরিশ

D.মামা


৬৫. 'একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ'-উক্তিটি কার?


A.বিনুদাদার 

B.শম্ভুনাথের 

C.হরিশের

D.অনুপমের


৬৬. 'মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর'-কার কাছে?


A.হরিশের

B.অনুপমের

C.মামার

D.ঘটকের


৬৭. 'ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল'-উক্তিতে কাদের কথা বলা হয়েছে?


A.কল্যাণীদের 

B.মামাদের

C.অনুপমদের 

D.হরিশদের


৬৮. আসর জমাতে অদ্বিতীয় কে?


A.মামা 

B.অনুপম 

C.কল্যাণী

D.হরিশ


৬৯. 'অপরিচিতা' গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?


A.আন্দামান দ্বীপ

B.ক্যারিবীয় দ্বীপ

C.হাইকু দ্বীপ

D.বালি দ্বীপ


৭০. কে কন্যাকে আশীর্বাদ করতে গেল?


A.হরিশ

B.বিনুদাদা

C.অনুপম 

D.মামা


৭১. বিনুদাদার সাথে অনুপমের সম্পর্ক কী?


A.মাসতুতো ভাই

B.খুড়তুতো ভাই

C.পিস্তুতো ভাই

D.মামাতো ভাই


৭২. "মন্দ নয় হে, খাঁটি সোনা বটে।"- উক্তিটি কার?


A.বিনুদার

B.হরিশের

C.মামার

D.ঘটকের


৭৩. বিনুদাদা 'চমৎকার'- এর স্থলে কী বলে?


A.চলনসই 

B.অসাধারণ 

C.বিস্ময়কর 

D.সাদামাটা


৭৪. কল্যাণীর পিতার নাম কী?


A.হরিশচন্দ্র দত্ত

B.শম্ভুনাথ সেন

C.বিনোদবিহারী সেন

D.গৌরিশংকর দত্ত

৭৫. শম্ভুনাথ বাবুর বয়স কত?

ক. প্রায় চলিশ বছর

খ. প্রায় ষাট বছর

গ. প্রায় সত্তর বছর

ঘ. প্রায় ত্রিশ বছর 


৭৬. 'তাহার বিনয়টা অজস্র নয়'- কার?


ক. অনুপমের 

খ. বিনুদাদার 

গ. শম্ভুনাথের

ঘ. মামার


৭৭. 'বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে'- উক্তিটি কার?


ক. হরিশের

খ. শম্ভুনাথের

গ. মায়ের

ঘ. মামার


অপরিচিতা গল্পের mcq শব্দার্থ ও টীকা


৭৮.'চুকান' শব্দটি বাংলা ভাষার কোন পদের অন্তর্ভুক্ত?


A.বিশেষ্য

B.বিশেষণ

C.ক্রিয়া

D.অব্যয়


৭৯.খাসা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?


A.আরবি

B.ফারসি

C.উর্দু

D.হিন্দি


৮০.'মাকাল ফল' কথাটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?


A.আদরের

B.গুণহীন

C.জ্ঞানবান

D.জ্ঞানহীন


৮১.'মকর'-এর সমার্থক শব্দ কোনটি?


A.বিড়াল

B.রাশি

C.কুমির

D.শিয়াল


৮২.'চুকাইয়াছি' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে ব্যবহার হয়েছে?


A.বাগর্থতত্ত্বে

B.বিশিষ্টার্থক শব্দে

C.বাক্য সংকোচনে

D.প্রবাদ-প্রবচনে


৮৩.’কোলে কোলেই মানুষ'-শব্দসমষ্টিতে ব্যাকরণের কোন নিয়ম অনুসরণ করে ব্যবহৃত হয়েছে?


A.রূপতত্ত্ব

B.বাক্যতত্ত্ব

C.বাগর্থতত্ত্ব

D.বাগধারা


৮৪.গজানন' শব্দটির অর্থ কী?


A.গজ' এর (হাতির) মতো মুখ যার

B.পাখির মতো আনন (মুখ) যার

C.গজকচ্ছপ

D.মিষ্টির মতো চেহারা যার


অপরিচিতা গল্পের mcq ২০২৪ বা অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর বোর্ড বই অনুসারে আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান৷ অপরিচিতা গল্পের mcq pdf চাইলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে৷ আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ অপরিচিতা mcq answer পেয়েছেন৷ অপরিচিতা mcq exam online দিতে চাইলে আমাদের কে জানান৷ আমরা অপরিচিতা গল্পের mcq কুইজ এর ব্যাবস্থা করব৷ অবশ্যই বন্ধুদের মাঝে অপরিচিতা গল্পের mcq আর্টিকেলটি শেয়ার করুন৷ 


আরও জানুন: 

Hsc Ict তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

ই পাসপোর্ট আবেদন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url