রিয়েলমি সি ৫৫ এর দাম কত ? Realme C55 Price In Bangladesh 2024

রিয়েলমি সি ৫৫ এর দাম কত ? Realme C55 Price In Bangladesh 2024

রিয়েলমি সি ৫৫ এর দাম কত বাংলাদেশে? ~ আজকে আমি যেই মোবাইল টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে তা হলো Realme কোম্পানির Champions মোবাইল রিয়েলমি সি ৫৫। বর্তমান সময়ে Realme কোম্পানির মোবাইল বাংলাদেশের মানুষ অনেক বেশী পরিমাণ এ ব্যাবহার করছে।

আপনাদের সাথে আজকে রিয়েলমি কোম্পানির নতুন একটি ফোন নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চলেছি৷ 

এই মোবাইল ফোন টি Realme C55 । আপনারদের সুবিধার জন্য আজকে Realme C55 মোবাইল ফোন টির সঠিক দাম ও রিয়েলমি সি ৫৫ বিভিন্ন তথ্য সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

রিয়েলমি সি ৫৫ এর দাম কত ? Realme C55 Price In Bangladesh 2024
রিয়েলমি সি ৫৫ এর দাম কত ? Realme C55 Price In Bangladesh 2024


Follow us on Google News


Realme C55 price in Bangladesh 2024

Realme C55 Full Specifications and Price in Bangladesh


বাংলাদেশের মার্কেটে Realme C55 প্রথম রিলিজ হয়


31 মে, 2023


Realme C55 মোবাইলের কালার:


Realme C55 মোবাইল কালার রং হবে  SunShower এবং Rainy Night। আমার কাছে SunShower কালারটা বেশী ভালো লেগেছে৷ দেখলেই আপনারও ভালো লাগবে আশা করি।


Realme C55 নেটওয়ার্ক:-


 ২জি, 3জি এবং 4জি, নেটওয়ার্ক দেওয়া হয়েছে ফোনে এছাড়াও ওয়ারলেস ফ্রিকুয়েন্সি 2.4/5GHz পর্যন্ত এবং ব্লুটুথ ফ্রিকয়েন্সি 5.2 দেওয়া হয়েছে রিয়েলমি সি ৫৫ তে। 


Realme C53 এর প্রসেসর : 


Realme C55 মোবাইল ফোনটি তে প্রসেসর হিসাবে দেওয়া থাকছে শক্তিশালী MediaTek Helio G88 Chipset, 1.82 GHz পর্যন্ত এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU দেওয়া হয়েছে ARM Mali-G57.। Realme C53 এই স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে দেওয়া হয়েছে  MediaTek Helio G88 ও অপারেটিং সিস্টেম হিসাবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (REALME UI) এর আপডেট Version পেয়েছেন৷ 


Realme C53 সিম:


ডুয়াল ন্যানো সিম ব্যাবহার করা যাবে Realme C55 এ৷ এছাড়াও আপনি একটি ১ TB এর মেমরি কার্ড ব্যাবহার করতে পারবেন৷ 


Realme C53 ডিসপ্লে: 


Realme C55 এই মোবাইলে Display হিসাবে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 90Hz অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন প্যানেল৷ যাতে টার্চ স্ম্যাম্পিং রেট ১৮০ হার্জ এবং স্ক্রীন কালার ১৬.৭ M


Realme C53 ক্যামেরা: 


Realme C55 স্মার্ট ফোনটিতে পিছনের ক্যামেরাতে রেজ্যুলেশন হিসাবে দেওয়া  হয়েছে দুইটা 64 মেগাপিক্সেল এর ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করার জন্য 4K বা 1080p/30 fps দেওয়া হয়েছে।  এছাড়াও আপনি চাইলে 720p/30 fps এবং  360p/30 fps তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। realme C55 মোবাইলটিতে ফন্ট ক্যামেরায় থাকবে 8 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং করা হবে  সম্পূর্ণ এইচডি (1080p).। এছাড়াও আপনি ইত্যাদি Portrait Mode, Beauty Mode, HDR, Face-Recognition মোডে ছবি তুলতে পারবেন৷ 


Realme C55 স্টোরেজ : 


Realme C55 এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ২ টি ভেরিয়েন্ট (৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ) এবং (৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম )। এই দুটি ভ্যারিয়েন্ট ই আপনি অফিসিয়ালি পাবেন বাংলাদেশের মার্কেটপ্লেসে৷ 


Realme C55 ব্যাটারি: 


Realme C55 এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে, লিথিয়াম-পলিমার ৫০০০ mAh (অ-অপসারণযোগ্য) এবং 36W দ্রুত চার্জিং 60 মিনিটে ১০০% চার্জ সম্পূর্ণ হবে৷ 


Realme C55 মোবাইলের সাইজ এবং ওজন:


Realme C55 এর দৈর্ঘ্য 165.6mm এবং প্রস্থ হলো 75.9mm।  realme c55 ফোনের ওজন মাত্র ১৭৯.৫ গ্রাম৷ যা ব্যাবহার করার সময় অনেক হালকা মনে হয়৷  


Realme C55 মোবাইলের নেভিগেশন: 


Realme C55 মোবাইলের চারটি নেভিগেশন সিস্টেম রয়েছে। এগুলো হলো GPS/ Beidou / GLONASS / GALILEO


Realme C55 মোবাইলের Packing List


realme c55 কেনার সময় মোবাইলের বক্সে বেশ কিছু জিনিস পাবেন৷ এগুলো হলো একটি USB Type-C Cable, একটি 11V/3A Power Adapter এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সাথে একটি সিম কার্ড নিডলে। 

রিয়েলমি সি ৫৫ বাংলাদেশি দাম কত টাকা৷ Realme C55 Price In Bangladesh 2024

Realme C55 এই মোবাইল ফোনটি বাংলাদেশে দাম হিসাব করে দেওয়া হয়েছে। Realme C55 এর দাম ১৯৯৯৯ টাকারিয়েলমি সি ৫৫ এর দাম ১৯৯৯৯ টাকা। অফিশিয়ালি ফোনটি আপনি যেকোনে শোরুম থেকে নিতে পারেন।

Realme C55 এই মোবাইলটির সাথে থাকছে ( 8 জিবি র্্যাম 128 জিবি রম )। আপনার যদি বাজেট ২০০০০ BDT বা  এর চেয়ে বেশি তা হয়ে থাকলে তাহলে আপনি নিঃসন্দেহে এ স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আপনি জয়ী হবেনই বলা যায়। আপনার অনুযায়ী এই বাজেটের মধ্যে Realme C55 মডেলের মোবাইলটি আপনার জন্য পারফেক্ট হবে৷  

এক নজরে Realme C55 এর স্পেসিফিকেশনঃ

  1. বাংলাদেশে 2024 সালে Realme C55 এর দাম ৳ 19999 BDT 8/128 GB ভ্যারিয়েন্টের এবং এর চেয়ে কিছুটা কম হতে পারে। 

  2. এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।  

  3. পিছনের দুটি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। 

  4. এটিতে 8GB RAM এবং 128GB ROM অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট দ্বারা 1 TB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। 

  5. Realme সি ৫৫, MediaTek Helio G88 চিপসেট,  অক্টা-কোর প্রসেসর এবং  Mali-G57 GPU দ্বারা চালিত। 

  6. এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করে 

  7. এছাড়াও এই Realme সি ৫৫ ডিভাইসে রয়েছে ৩৬W ফাস্ট চার্জিং যা খুব দ্রুতই চার্জ হয় 

  8. এছাড়াও  USB টাইপ-সি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Realme C55 মোবাইল টির ভালো দিক গুলো: 

  • 90Hz AMOLED ডিসপ্লে।  

  • স্টাইলিশ ডিজাইন। এর বাইরের লুক টা অনেক সূন্দর৷ দেখেই আপনার পছন্দ হয়ে যাবে। 

  • ৩৬ W দ্রুত চার্জিং সমর্থন সহ ব্যাটারি। 

  •  5000 mAh ব্যাটারি ক্ষমতা। যার ফলে খুব সহজেই দেড় দিনের মতো চার্জ যাবে৷ 

  • সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যানার.।

  • 4K বা ১০৮০p ভিডিও রেকর্ডিং

  • C55 এর ওজন অত্যান্ত কম মাত্র ১৭৯.৫ গ্রাম

  • পেছনের ক্যামেরায় 64MP প্রাইমারি লেন্স.

  • MediaTek Helio G88 প্রসেসর

  • Realme UI এবং অপারেটিং সিস্টেম ১৩

Realme C55 মোবাইল টির খারাপ দিক গুলো: 

  • মাইক্রো এসডি কার্ড স্লট ছাড়া এটি একটি নেগেটিভ দিক৷   

  • ধুলা এবং পানি প্রতিরোধ এ  সুরক্ষা না থাকা

  • বেশ পুরানো ইউএসবি টাইপ-সি 2.0 চার্জিং পোর্ট৷ যা ২০২৪ সালে এসে বেমানান

  • স্কিন প্রটেকশন এ কোনো ব্যাবস্থা নায়। 

  • রিয়েলমি সি ৫৫ মোবাইলে একটি ইনফ্রারেড পোর্ট অনুপস্থিত।

  • 5g সাপোর্ট করে না  

Realme C55 এই মোবাইল ফোন এর বিস্তারিত তথ্য এবং বাংলাদেশের মার্কেটে সঠিক দাম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যদি আপনি Realme C55 মোবাইল টি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কোনো রকম দ্বিধা ছাড়ায় এই মোবাইল ফোনটি কিনতে পারেন। মোবাইলটি কেনার আগে অবশ্যই অফিশিয়াল কিনা চেক করে নিবেন এবং শোরুম বা Realme ওয়েবসাইট থেকে দাম দেখে নিবেন। কারণ যে কোনো সময় এ মোবাইল এর দাম বৃদ্ধি অথবা কমে যেতে পারে৷ তাই কেনার আগে অবশ্যই চেক করে নিবেন৷ 


সচরাচর প্রশ্ন উত্তরঃ 

Realme C55 দাম কত? 


Realme C53 এর দাম ১৯৯৯৯ টাকা। 


Realme C55 কত MP ক্যামরা? 


Realme C55 64MP ক্যামরা। এবং ফন্ট ক্যামেরা 8 MP। 


রিয়েলমি সি ৫৫ এর স্টোরেজ কত জিবি?


রিয়েলমি সি ৫৫ এর স্টোরেজ ১২৮ জিবি৷ 


রিয়েলমি সি 55 র‌্যাম, রম কত জিবি? 


রিয়েলমি সি ৫৫ এর ৮ জিবি র‌্যাম, 128 জিবি রম। 


রিয়েলমি সি ৫৫ দাম কত টাকা? 


রিয়েলমি সি ৫৫ এই মোবাইলের দাম হচ্ছে ১৯৯৯৯ টাকা। 


realme c55 ব্যাটারি কত mAh?  


Realme c55 মোবাইলের  ব্যাটারি ৫০০০mAh।


realme c55 price in bangladesh? 


Realme c53 price 19999 Taka.


আরও পড়ুনঃ খতিয়ান বের করার নিয়ম

রিয়েলমি সি ৬৭ এর দাম কত? 

রিয়েলমি নারজো ৫০ এর দাম কত?


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url