বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পার্ট-২

 বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পার্ট-২

১০১। বরাদ্দকৃত প্লটের জমিটির পরিমাণ কত ছিল?

উত্তর: ২০ কাঠা।

১০২। জমিটির মূল্য কত ছিল? কীভাবে তিনি মূল্য পরিশোধ করেন?

উত্তর: ৬ হাজার টাকা, ২ কিস্তিতে মূল্য পরিশোধ করেন।

১০৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে কবে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে আগমন করেন?

উত্তর: ১৯৬১ সালের পহেলা অক্টোবর।

১০৪। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় কত সালে?

উত্তর: ১২ই জুন ১৯৮১।

১০৫। বঙ্গবন্ধুর বাসভবনটির নির্মাণ তদারকি করেন কে?

উত্তর: পিডব্লিউডি-এর তৎকালীন নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম।

১০৬। বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি কেন ষড়যন্ত্র করে নিলামে চড়ানোর ব্যবস্থা করা হয়েছিল?

উত্তর: হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ঋণে নির্মিত ভবনটির প্রায় ১২ হাজার টাকার কিস্তি পরিশোধ না হওয়ায়।

১০৭। আইয়ুব খান সামরিক শাসন জারি করার সময় বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সপরিবারে কোথায় বসবাস করতেন?

উত্তর: সেগুনবাগিচার ১১৫ নম্বরের সরকারি বাড়িতে।

১০৮। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু পরিবারের বাসভবনের মূল ভবনটি কত তলা বিশিষ্ট?

উত্তর: ৩ তলা।

১০৯। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনটি কত সালে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তরিত হয়?

উত্তর: ১৯৯৭ সালে।

১১০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর-এর সম্প্রসারিত ভবনটি কত তলা বিশিষ্ট?

উত্তর: ৬ তলা।

১১১। আইয়ুব খান সামরিক শাসন জারির পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলে বঙ্গবন্ধু পরিবারকে সরকারি বাসভবন ছাড়তে হয়। পরবর্তীতে বেগম সুফিয়া কামালের প্রচেষ্টায় তারা কোন বাসায় উঠেছিলেন?

উত্তর: সেগুনবাগিচার ৭৬ নম্বর বাড়িতে।

১১২। সেগুনবাগিচার ৭৬ নম্বর বাড়িতে ভাড়া থাকার সময়ে বঙ্গবন্ধু পরিবারকে মাসিক কত টাকা বাড়ি ভাড়া পরিশোধ করতে হতো?

উত্তর: মাসিক ৩০০ টাকা।

১১৩। বঙ্গবন্ধুর পরিধানকৃত প্রথম মুজিব কোটটি কী কাপড়ের ছিল?

উত্তর: খাদি কাপড়ের।

১১৪। বঙ্গবন্ধুর পরিধানকৃত প্রথম মুজিব কোটটি তৈরি করে দিয়েছিল কারা?

উত্তর: বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নিউ লাহোের টেইলার্স।

১১৫। বঙ্গবন্ধু চশমা কিনতেন কোন দোকান থেকে?

উত্তর: ঢাকা স্টেডিয়াম মার্কেটের অপটিকসম্যান ও সুরুচি বিতান নামের দুটি দোকান থেকে।

১১৬। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল কত সালে এবং কোথায়?

উত্তর: ১৯৩৯ সালে এবং গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় থেকে।

১১৭। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কবে?

উত্তর: ১৯৩৮ সালে ৭ম শ্রেণিতে অধ্যয়নকালে।

১১৮। প্রথমদফায় বঙ্গবন্ধু কত দিন কারাভোগ করেন?

উত্তর: ৭ দিন।

১১৯। বঙ্গবন্ধু কোন শ্রেণিতে পড়ার সময় স্কুল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করেছিলেন?

উত্তর: নবম শ্রেণি।

১২০। বঙ্গবন্ধু কত সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন-এ যোগদান করেন?

উত্তর: ১৯৪০ সালে।

১২১। হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলন কী এবং বঙ্গবন্ধু এ আন্দোলনে কী ভূমিকা পালন করেন?

উত্তর: ইংরেজরা ভারতীয়দের কলঙ্কিত করার জন্য কলকাতার ময়দানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জন জেফানিয়া হলওয়েল এর স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন যার নাম হলওয়েল মনুমেন্ট। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে উক্ত মনুমেন্ট অপসারণ আন্দোলন গড়ে উঠে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

১২২। বঙ্গবন্ধু আইএ পাশ করেন কোন কলেজ থেকে?

উত্তর: ইসলামিয়া কলেজ (কলকাতা) থেকে।

১২৩। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?

উত্তর: মৌলানা আজাদ কলেজ।

১২৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রাবস্থায় ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল কে ছিলেন?

উত্তর: ড. ইতরাত হোসেন জুবেরী। (পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যায়ের উপাচার্য হয়েছিলেন)

১২৫। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজের কোন হোস্টেলে থাকতেন?

উত্তর: বেকার হোস্টেল।

১২৬। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?

উত্তর: ২৪ নম্বর।

১২৭। বেকার হোস্টেলের নামকরণ হয় কার নামে?

উত্তর: এডওয়ার্ড নরম্যান বেকার নামক বাংলার এক ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নরের নামে।

১২৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেকার হোস্টেলে থাকার সময় হোস্টেল সুপারিনটেনডেন্ট ছিলেন কে?

উত্তর: সাইদুর রহমান।

১২৯। বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষটি বর্তমানে কী হিসেবে সংরক্ষিত?

উত্তর: 'বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ' হিসেবে।

১৩০। ২৪ নম্বর কক্ষটি বেকার হোস্টেলের কোন তলায় অবস্থিত?

উত্তর: তৃতীয় তলায়।

১৩১। বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সঙ্গে কত নম্বর কক্ষটি সম্পৃক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?

উত্তর: ২৩ নম্বর কক্ষ।

১৩২। ২৪ নম্বর কক্ষের সঙ্গে ২৩ নম্বর কক্ষটি সম্পৃক্ত করার কারণ কী?

উত্তর: কারণ বঙ্গবন্ধু ২৩ নম্বর কক্ষে পড়াশুনা করতেন এবং ২৪ নম্বর কক্ষে ঘুমাতেন।

১৩৩। বেকার হোস্টেল ২৪ নং কক্ষটির সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয় কবে?

উত্তর: ২০১১ সালের ২৩শে ফেব্রুয়ারি।

১৩৪. বঙ্গবন্ধু কত সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন?

উত্তর:১৯৪৬ সালে।

১৩৫. কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নের সময় রাজনৈতিক ব্যয় নির্বাহের জন্য বঙ্গবন্ধু কী করেছিলেন?

উত্তর: আবদুর রব সেরনিয়াবাতকে সঙ্গে নিয়ে কলকাতার পার্ক সার্কাসের কাছে একটি রেস্টুরেন্ট দিয়েছিলেন।

১৩৬। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় এসে কী কী কাজ করেন?

উত্তর: ফুড কমিটি ও ধর্মগোলা প্রতিষ্ঠা করে তিনি ক্ষুধার্ত মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।

১৩৭। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় এসে ক্ষুধার্তদের কীভাবে সাহায্য করেন?

উত্তর: নিজের গোলার ধান ক্ষুধার্তদের মাঝে বণ্টন করেন।

১৩৮। কোথায় এবং কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম দেখা হয়?

উত্তর:১৯৪১ সালে ফরিদপুরে।

১৩৯। ১৯৪২ সালে মুসলিম লীগের ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু কোন সম্মেলনে অংশগ্রহণ করেন?

উত্তর: সিরাজগঞ্জে অনুষ্ঠিত বাংলা প্রাদেশিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

১৪০। বঙ্গবন্ধু বঙ্গীয় মুসলিম লীগে যোগ দেন কবে? উত্তর: ১৯৪৩ সালে।

১৪১। বঙ্গবন্ধু কত সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন? 

উত্তর: ১৯৪৩ সালে।

১৪২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার বাইরে সর্বপ্রথম কত সালে ও কোন শহর ভ্রমণ করেন?

উত্তর: ১৯৪৩ সালে দিল্লিতে গিয়েছিলেন।

১৪৩। বঙ্গবন্ধু ১৯৪৩ সালে দিল্লিতে কেন গিয়েছিলেন?

উত্তর: অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে যোগ দেবার জন্য।

১৪৪। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?

উত্তর: কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

১৪৫। ১৯৪৪ সালে বঙ্গবন্ধু 'ফরিদপুর ডিস্ট্রিক্ট এসোসিয়েশন'-এর কোন পদে মনোনীত হয়েছিলেন?

উত্তর: সেক্রেটারি পদে।

১৪৬। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হয়েছিলেন কত সালে?

উত্তর: ১৯৪৬ সালে।

১৪৭। ১৯৪৬-এর আগস্টে কলকাতায় ভয়াবহ দাঙ্গা প্রতিরোধে বঙ্গবন্ধুর ভূমিকা কী ছিল?

উত্তর: বঙ্গবন্ধু দাঙ্গা ঠেকানোর প্রাণপণ চেষ্টা করেন। দাঙ্গাপীড়িত মানুষের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৪৮। ১৯৪৬ সালের দাঙ্গায় বঙ্গবন্ধুকে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনের জন্য কোথায় পাঠানো হয়েছিল?

উত্তর: বিহার।

১৪৯। বিহার থেকে বঙ্গবন্ধু প্রায় এক হাজার দাঙ্গাপীড়িত অসহায় মানুষকে নিয়ে কোথায় আসেন?

উত্তর: আসানসোল।

১৫০। ১৯৪৬ সালের দাঙ্গা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়লে কে তাঁকে হাসপাতালে ভর্তি করেন?

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৫১। ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় আত্মনিয়োগ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়লে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাকে কোন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন?

উত্তর: 'ট্রপিকাল স্কুল অব মেডিসিন' হাসপাতালে।

১৫২। ১৯৪৬ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দায়িত্বে ছিলেন?

উত্তর: ওয়ার্কার ইনচার্জ।

১৫৩। কলকাতা ইসলামিয়া কলেজের পরিবর্তিত নামগুলো কী কী?

উত্তর: সেন্ট্রাল কলকাতা কলেজ, মৌলানা আজাদ কলেজ।

১৫৪। 'দৈনিক ইত্তেহাদ' সংবাদপত্রের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৫৫। শেখ মুজিবুর রহমান ইত্তেহাদ কাগজের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কত টাকা সম্মানী পেতেন?

উত্তর: ৩০০ টাকা।

১৫৬। বঙ্গবন্ধু বি.এ পাশ করেন কত সালে এবং কোন কলেজ থেকে?

উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

১৫৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় তাঁর বাবা তাঁকে কত টাকা পাঠাতেন?

উত্তর: ৭৫ টাকা।

১৫৮। বঙ্গবন্ধুর পিতা তাঁকে মাসে মাসে যে টাকা পাঠাতেন সেই টাকা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সহপাঠীরও পড়ালেখার খরচ চলত। সেই সহপাঠীর নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ভূমিহীন ক্ষেত মজুরের ছেলে শেখ শাহাদাৎ হোসেন।

১৫৯। কলকাতার ফরিদপুর জেলা সমিতির সভাপতি নবাবজাদা লতিফুর রহমানের কোন প্রস্তাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মত হননি এবং এর প্রতিবাদে পদত্যাগের হুমকি দেন?

উত্তর: জেলা সমিতির সভাপতি বাংলার নবনিযুক্ত গভর্নর জি.আর. কেসিকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানোর প্রস্তাব দেয়া হলে প্রতিবাদে বঙ্গবন্ধু পদত্যাগের হুমকি দেন।

১৬০। ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সদস্য নির্বাচিত হওয়ার কত দিন পর জাতীয় রাজনীতিতে সময় দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্যাগ করেন?

উত্তর: তিন মাস পর।

১৬১। বি.এ শ্রেণিতে বঙ্গবন্ধুর পাঠ্যবিষয় কী ছিল?

উত্তর: ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান।

১৬২। গণতান্ত্রিক যুবলীগ গঠন করেন কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৬৩। বঙ্গবন্ধু কবে 'গণতান্ত্রিক যুবলীগ' গঠন করেন?

উত্তর: ১৯৪৭ সালের ৬ সেপ্টেম্বর।

১৬৪। বঙ্গবন্ধুর নেতৃত্বে লাগাতার চাপের মুখে কলকাতায় মুসলমান ছাত্রদের জন্য কোন কোন ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়?

উত্তর: মির্জাপুর স্ট্রিটে মুহাম্মদ আলী জিন্নাহ ছাত্রাবাস, পার্ক স্ট্রিটে নবাব সিরাজউদ্দৌলা ছাত্রাবাস এবং বেনেপুকুরে কবি আল্লামা ইকবাল ছাত্রাবাস। (পরবর্তীতে ছাত্রাবাসগুলোর নাম পরিবর্তন করা হয়েছে)

১৬৫। কলকাতায় বঙ্গবন্ধুর শিক্ষাজীবন কত দিনের?

উত্তর: ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত মোট পাঁচ বছর।

১৬৬। কলকাতা থেকে ঢাকায় এসে বঙ্গবন্ধু কোথায় উঠেছিলেন? 

উত্তর: ১৫০ নং মোগলটুলী পার্টি অফিসে।

১৬৭। ১৫০ নং মোগলটুলীতে বঙ্গবন্ধু প্রথমবার আসেন কোন বাহনে চড়ে? 

উত্তর: ঘোড়ার গাড়িতে।

১৬৮। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? 

উত্তর: আইন বিভাগের।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url